AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে উৎপাদিত সবজি যাচ্ছে বিদেশে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
নরসিংদীতে উৎপাদিত সবজি যাচ্ছে বিদেশে

নরসিংদীতে উৎপাদিত উৎকৃষ্ট মানের সবজি যাচ্ছে বিদেশে। চলতি মৌসুমে জেলায় শিমের উৎপাদন বেশি হওয়ায় বর্তমানে শিমই রফতানি হচ্ছে বেশি।

পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে সবজির মধ্যে শিমই প্রধান। শিমের মধ্যে ‘নলডগ’ ও ‘চিটাগাইংগা’ শিমের চাহিদাই বেশি। বিভিন্ন জাতের শিম থাকলেও এই দুই জাতের শিমের কদর বেশি। আশনি, টইঙ্গা এবং বিচিযুক্ত প্রভৃতি শিমের আমদানি থাকলেও রফতানির জন্য পাইকাররা ‘নলডগ’ এবং ‘চিটাগাইংগা’ (স্থানীয় নাম) শিমই কিনছেন বেশি।

পাইকাররা জানান, চিটাগাইংগা শিম সবজি হিসেবে খেতে বেশি সুস্বাদু। বাজারে চাহিদা বেশি। এজন্য এর দামও বেশি। নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা বাজারে গিয়ে দেখা যায়, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৮ টাকা দরে ‘চিটাগাইংগা’ শিম ক্রয় করছেন পাইকাররা। বাজারে ৩৮ টাকা কেজিই হলো সর্বোচ্চ দাম। অন্যসব জাতের শিম বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ২৪ টাকা কেজি দরে।

যোশর বাজারের ফুলদী গ্রামের কৃষক মিজান খান জানান, তিনি ৯০ কেজি ‘টইঙ্গা’ শিম নিয়ে আসছেন বাজারে এবং বিক্রি করেছেন ২৫ টাকা কেজি দরে। একই গ্রামের কৃষক ফজলুল হক প্রায় ২ মণ আশনি শিম বিক্রি করেছেন ২৪ টাকা কেজি দরে।

বারৈচা বাজারের পাশেই কৃষক আবুল কালামের কৃষি জমি। তিনি জানান, বাজারে সবজির আমদানি বেশি হলে দাম কম থাকে। আর যদি আমদানি কম থাকে তাহলে দাম বেশি থাকে। অপরদিকে পাইকাররা জানান, তারা বাজার থেকে ২৫ টাকায় কিনে ঢাকায় নিয়ে বিক্রি করেন ৩০ টাকায়।

শিবপুর পালপাড়া বাজারে দেখা যায়, সেখানে আমদানি বেশি ‘নলডগ’ শিমের। পাইকাররা ক্রয় করছেন প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। ঢাকার বাজারে নিয়ে এগুলো বিক্রি করেন ২৪ টাকা কেজি দরে।

পালপাড়া বাজারের ব্যবসায়ী মানিক চাঁন জানান, তারা ১২ জন এক সঙ্গে পার্টনার হিসেবে সবজির ব্যবসা করেন। চলতি মৌসুমে তারা ‘নলডগ’ শিমই ক্রয় করছেন বেশি। ‘নলডগ’ শিমের মধ্যে যেগুলো বেশি ভালো সেগুলো বাছাই করে বিদেশে রফতানি করেন ৩০ টাকা দরে।

তারা জানান, বিদেশ বলতে সৌদি আরব, দুবাই, কাতার, সিঙ্গাপুর, কুয়েত, মালয়েশিয়া এবং লন্ডনে রফতানি করা হয়। বিদেশ পাঠানোর জন্য তারা ১০ কেজি করে ছোট ছোট কার্টনের প্যাকেট করে থাকেন। এই প্যাকেটগুলো তারা ট্রাকে করে সরাসরি ঢাকা বিমানবন্দরে পৌঁছে দেন। সেখান থেকে বিমানে সরাসরি বিদেশে প্রেরণ করেন অন্য ব্যবসায়ীদের মাধ্যমে।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, নরসিংদী জেলায় চলতি মৌসুমে ২ হাজার ৪৯১ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ১৭৮ মেট্রিক টন।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-মহাপরিচালক শোভন কুমার ধর জানান, ২০২০ সালে ৫ হাজার ৭০ টন সবজি ও ফল বিদেশে রফতানি করা হয়েছে। ফলের মধ্যে কাঁঠাল, তাল ও লটকন রয়েছে। রফতানিকৃত সবজির মধ্যে শিম ২৫০ টন, চিচিংগা ১২০ টন, ধুন্দল ৮০ টন, ঝিঙ্গা ৫০ টন, কাঁকরোল ২৫০ টন, পেস্তা আলু ১০ টন, বেগুন ১৫০ টন ও লেবু ২৫০ টন।

একুশে সংবাদ/সা.ই/আ
 

Link copied!