AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুরি করা বাচ্চাকে রেখে পালালো প্রতারক নারী


Ekushey Sangbad

০৬:৪১ পিএম, মার্চ ১৯, ২০১৯
চুরি করা বাচ্চাকে রেখে পালালো প্রতারক নারী

গাজীপুর : ঢাকার শনিআখড়া এলাকা থেকে চার বছর বয়সী আমেনা নামের একটি বাচ্চাকে চুরি করে পালানোর চেষ্টা করে দোলা আক্তার (৩৫) নামে এক নারী । গতকাল সোমবার রাত ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামের বাচ্ছাটিকে রেখে পালিয়ে যাই প্রতারক মহিলা। মেয়ে আমেনার সাথে কথা বলে জানা যায়,গত চার মাস আগে ঢকার শনিআখড়া এলাকা থেকে তেলের পাম্পের এইখান থেকে ধরে নিয়ে আসে ওই দোলা নামের ওই মহিলা। শিশুটির নাম আমেনা (৪), তার মায়ের নাম পারভীন আক্তার,পিতার নাম মোস্তফা বলে জানান ওই শিশুটি। তাদের বাড়ি ঢাকার শনিআখড়া এলাকায় এইসব কথা বাচ্ছাটি বলতে পারে। সে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে চায়। স্থানীয়রা জানান,১৮মার্চ রাত ১০টার দিকে এক মহিলা এই বাচ্ছাটিকে নিয়ে যাওয়ার সময় উপজেলার ভুতুলিয়া গ্রামের নায়েব আলী মার্কেট নামক স্থানে এসে লোক জনের কাছে বলেন,আমি টাঙ্গালের সখিপুর যাবো,আমি ঢাকা থেকে আসতে অনেক রাত হয়ে গেছে, তাই আপনাদের বাড়িতে বাচ্ছাটিকে নিয়ে একটা রাত থাকতে দিবেন.? তখন নায়েব আলী মার্কেটে থাকা লোকজন বলেন স্থনীয় জহির উদ্দিরে বাড়িতে থাক। পরে জহির উদ্দিন তার বাড়িতে বাচ্ছাসহ মহিলাকে নিয়ে যায়,পরে মহিলা বাচ্ছাটিকে রেখে ওয়াসরুমে গেলে বাচ্ছাটি জহির উদ্দিনকে বলেন, ওই মহিলা আমাকে চুরি করে নিয়ে এসেছে। মহিলা আমার কিছুই হয়না। আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই। পরে জহির উদ্দিন মহিলাকে বাচ্ছাটির বিষয়ে জানতে চাইলে মহিলা কৌশলে পালিয়ে চলে যায়। পরে রাতে জহির উদ্দিন এলাকার লোক জনকে ডেকে নিয়ে মেয়ের সব কথা শোনেন,মেয়েটি তার বাবা,মা,ভাই,বোনসহ সকল ঠিকানা বলতে পারে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে বিষয়টি শ্রীপুর থানায় ও স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসিকে বিষয়টি অবহিত করেন জহির উদ্দিন। শ্রীপুর থানার এস আই রাজীব কুমার সাহা জানান,জহির উদ্দিন নামে এক ব্যক্তি মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছে, বাচ্ছাটি তার মা,বাবর নামসহ ঠিকানা বলতে পারে,পরে জহির উদ্দিনকে বলা হয়েছে মেয়ের ঠিকানা মতো পৌছে দেওয়ার জন্য। তার পরও যদি বাচ্ছাটি তার ঠিকানা চিনতে ভুল করে তাহলে ওখানের স্থানীয় থানায় বিষয়টি জানানোর জন্য। একুশে সংবাদ // এস.সানি // ১৯.০৩.২০১৯
Link copied!