AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৪


Ekushey Sangbad

১০:৩৫ এএম, আগস্ট ১৪, ২০১৮
বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৪

একুশে সংবাদ : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৭ জন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের কোন্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে নরসিংদীর রায়পুরা থেকে বরযাত্রী নিয়ে চাঁদপুরে যাচ্ছিল মাইক্রোবাসটি। নিহতরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার নবোয়ারচর এলাকার সুবল বর্মনের মেয়ে প্রান্তিকা বর্মন, চাঁদপুরের মতলব উপজেলার সাইটনল এলাকার সুজন বর্মন (৩৫), তাঁর মেয়ে স্নিগ্ধা বর্মন (৫) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপতারা এলাকার নির্মল বর্মনের মেয়ে বৃষ্টি বর্মন (৬)। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে চাঁদপুরের মতলব উপজেলার সাইটনল এলাকার রাজিব বর্মনের সঙ্গে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের নভোয়ারচর এলাকার রুমা বর্মনের বিয়ে হয়। বিয়ের পর আজ মঙ্গলবার সকালে রায়পুরা থেকে সাইটনল ফিরছিল বর-কনেসহ বরযাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি। এটি ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া এলাকায় পৌঁছালে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ চারজন নিহত হয়। আহত হয় ১৭ জন। বর রাজীব বর্মনের বড় বোন শুভা রানী বর্মণ বলেন, বিভিন্ন এলাকা থেকে মোট ৬০ জন বরযাত্রী বিয়েতে গিয়েছিলাম। সকালে ফেরার পথে প্রথমে তিনটি মাইক্রোবাস ও পরে বর কনেকে নিয়ে একটি মাইক্রোবাস রায়পুরা থেকে বাড়ি ফিরছিল। আর এই মাইক্রোবাসটিই দুর্ঘটনার শিকার হয়। নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেলী রানী দাম বলেন, হতাহতদের মধ্যে চারজনকে নিহত এবং ১৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাফিজুর রহমান বলেন ,এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একুশে সংবাদ // এস.ক.ক // ১৪.০৮.২০১৮
Link copied!