AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জের পিতৃভিটায় লোকসভা সদস্য মমতা সংবর্ধিত


Ekushey Sangbad

১১:১২ এএম, জুন ১০, ২০১৮
গোপালগঞ্জের পিতৃভিটায় লোকসভা সদস্য মমতা সংবর্ধিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শিমুলসুর গ্রামে নিজ পিতৃভিটায় সংবর্ধিত হলেন ভারতীয় লোকসভার সদস্য মমতা বালা ঠাকুর। বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার শিমুলসুর গ্রামে নিজ পিতৃভিটায় গ্রামবাসী তাকে সংবর্ধনা দেয়। তিনি শিমুলসুর গ্রামের লক্ষন বরের মেয়ে। ভারতীয় এই সংসদ সদস্যের সংবর্ধনা উপলক্ষে শিমুলসুর গ্রামের সার্বজনীন বাসন্তি (দূর্গা) মন্ডপের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বাংলাদেশ মতুঁয়া মহাসংঘের সহ-সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর, মহাসচিব সুভাষ চন্দ্র বিশ্বাস, বহুগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হরপ্রসাদ বাগচী, মতুঁয়া গোবিন্দ কির্ত্তনীয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। পরে ভারতীয় লোকসভার সাংসদ মমতা বালা ঠাকুরকে ফুলের মালা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। গত ২ জুন ভারত থেকে বাংলাদেশে আসেন তিনি। যোগ দেন মতুঁয়া সস্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে। বিগত সপ্তাহকাল ব্যাপী দেশের বিভিন্ন স্থানে মতুঁয়া ভক্তদের অনুষ্ঠানে যোগদানের পর শুক্রবার তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। মমতা বালা ঠাকুরের বাবা লক্ষণ বর ও ঠাকুর পরিবারের সদস্য প্রমথ ঠাকুর পরিবার-পরিজন নিয়ে ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতে চলে যান। পরে প্রমথ ঠাকুরের ছেলে কপিল কৃষ্ণ ঠাকুরের সাথে লক্ষণ বরের মেয়ে মমতা বালা ঠাকুরের বিয়ে হয়। কপিল কৃষ্ণ ঠাকুর ভারতের বনগাঁ আসনে লোকসভা নির্বাচনে বিজিপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা কালে হৃদরোগে মারা যান। পরে এ আসনের উপ-নির্বাচনে তার স্ত্রী মমতা বালা ঠাকুর সংসদ সদস্য নির্বাচিত হন। একুশে সংবাদ // এস.এস // ১০.০৬.২০১৮
Link copied!