AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে গোল্ডেল লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে,নিহত ৩


Ekushey Sangbad

১০:১৩ এএম, আগস্ট ২৭, ২০১৭
গোপালগঞ্জে গোল্ডেল লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে,নিহত ৩

একুশে সংবাদ :গোপালগঞ্জে গোল্ডেল লাইন’ পরিবহন খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ বাসযাত্রী। আজ রবিবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, দুর্ঘটনা কবলিত ‘গোল্ডেল লাইন’ পরিবহনের নৈশ কোচ ঢাকা থেকে ছেড়ে যাত্রী নিয়ে পিরোজপুর যাচ্ছিল। গোপালগঞ্জের বেদগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে ৩ বাসযাত্রী নিহত হন। এ সময় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে যানা যায়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- পিরোজপুর জেলার লাহুড়ি গ্রামের মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)। বাকি একজনের পরিচয় এখনও পুলিশ জানাতে পারেনি। গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত বাসযাত্রী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র  মাসুদ রানা অভিযোগ করে বলেন, চোখে ঘুম নিয়ে ড্রাইভার দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন। এক পর্যায়ে ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়। একুশে সংবাদ/এফা.এস/২৭.০৮.২০১৭
Link copied!