AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ললিত চন্দ্র রায়ের কবিতায় বাস্তব ও আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে


Ekushey Sangbad

০৭:৩৯ পিএম, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ললিত চন্দ্র রায়ের কবিতায় বাস্তব ও আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে

নয়ন, দিনাজপুর প্রতিনিধি : ললিত চন্দ্র রায়ের কবিতায় বাস্তব ও আধ্যাত্মিক কথার ছোঁয়া রয়েছে। খুবই গভীরে কবিতা যাঁর মধ্যে রয়েছে স্রষ্টার সাথে সৃষ্টির সান্নিধ্য। সৃস্টিকর্তার ভান্ডার থেকে যে প্রার্থনা করে তাকে সন্তুষ্ট করে রতœ ভান্ডার আনতে পারে সে হয়ে যায় মহান। তার নিকট জগত সংসার আর প্রার্থীর্ব সম্পদ তুচ্ছ। এ রকম মনের মানুষ শ্রী ললিত চন্দ্র রায়। পেশায় একজন পুলিশ। দিনাজপুর জেলা কারাগারের প্রধান কারারক্ষী হিসেবে কর্মরত। ললিত চন্দ্র কবিতা মানুষকে ভাবের জগতে নিয়ে যায়। আধ্যাত্মিকতা ও বাস্তবতার সুর ঝংকারের মধ্যে বিস্তৃত তাঁর কবিতা। তিনি একাধারে কবি ও গীতিকার। তার ছেলে বেলা থেকেই সাহিত্য চর্চার উপর ঝোঁক ছিল। যৌথভাবে তা বিভিন্ন কবিতাপত্র ও ম্যাগাজিনে অসংখ্য কবিতা প্রকাশ হয়েছে। তিনি ১ হাজারেরও বেশী কবিতা লিখেছেন। গানের সংখ্যাও রয়েছে প্রায় ২ শত। তিনি প্রায় ৩২ বছর ধরে চাকুরী করছেন। ডিউটিতে পুলিশী পোশাক পড়লেও বাইরে সব সময় সাদা কাপড়ের পায়জামা ও পাঞ্জাবী তার পোশাক। এই ধর্মভীরু মানুষটি তার জীবনে মাছ-মাংস স্পর্শ করেননি। তিনি সব সময় নিরামিষ আহার করেন। তিনি মনে করেন কর্মের সাথে ধর্ম যখন এক মোহনায় মিলিত হয় তখন মানুষ পূর্ণতা লাভ করে। তিনি মনে করেন নরের মধ্যে নারায়ণের বাস। তাই নর অর্থাৎ মানুষকে ভালবাসলে নারায়ণকে পাওয়া যায়। তাঁর চোখে সব মানুষই শ্রদ্ধাশীল। পিতা মৃত ধনেশ্বর রায় ও মাতা মৃত কুটিলা রায়ের ৭ সন্তানের মধ্যে শ্রী ললিত চন্দ্র রায় চতুর্থ সন্তান। স্ত্রী শ্রীমতি শিবানী রায় কবিতা লেখতে তাকে উৎসাহ দিয়ে থাকেন তবে রাত্রি জেগে লেখালেখিটা তার অত পছন্দ নয়। কারণ, এতে ঘুমের ব্যাঘাত ঘটে। তাদের একমাত্র কন্যা রয়েছে তিনি বিবাহিত। সহজ সরল এই মানুষটির পৈত্রিক নিবাস দিনাজপুরের বিরল উপজেলার মাধবাটি গ্রামে। শিশুকালে করলা মাধববাটি জুনিয়র হাইস্কুলে লেখাপড়া শুরু করেন পড়ে তিনি বিরল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। চাকুরীর সুবাদে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জেলা ঘুরে বেরিয়েছেন। বর্তমানে দিনাজপুরের রামনগর মদিনা মসজিদের সন্নিকটে স্থায়ীভাবে বাস করেন। তঁঅর চাকুরীর মেয়াদ প্রায় শেষের পথে।
Link copied!