প্রাকৃতিক সৌন্দর্যের ডালা সাজিয়ে বসে আছে সুনামগঞ্জের যাদুকাটা নদী আর বারেকটিলা। দেশের প্রান্তিক এই জনপদে অপরূপ সৌন্দর্য আর অফুরন্ত সম্পদ। যা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই আসেন পর্যটকরা। তবে যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় তাদের।
যাদুকাটা নদী। ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিড়ে বাংলাদেশে বয়ে আসা এই নদী প্রাকৃতিক সৌন্দর্যের আধার।
যাদুকাটা নদীর স্বচ্ছ জলরাশিতে নীল আকাশের প্রতিবিম্ব ধরা দেয় অপরূপ রূপে। যার চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাহাড় ও টিলার চূড়া।
প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই অনেক পর্যটক ছুটে আসেন এখানে। যাদুকাটা নদীর পাশাপাশি ভ্রমণ করেন বারেক টিলায়, ঘন সবুজের মাঝে।
পর্যটকরা বলছেন, এখানে ভ্রমণ উপভোগের অন্যতম বাধা খারাপ যাতায়াত ব্যবস্থা। যে কারণে দুর্ভোগ পোহাতে হয়।
রাস্তাগুলো দ্রুত সংস্কার করে পর্যটন সেবার মান ও নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিলেন জেলা প্রশাসক।
যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হলে এই অঞ্চলের অপরূপ সৌন্দর্যকে অবলম্বন করে অফুরন্ত সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ //য/এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

