আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
ফাইনালের মঞ্চে দায়িত্ব পালন করবেন- ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ, অস্ট্রেলিয়ার পল রাইফেল, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, শ্রীলংকার কুমার ধর্মসেনা এবং রঞ্জন মাদুগালে।
অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইলিংওয়ার্থ এবং রাইফেল। ২০২৩ সালে ওয়ানডে এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন চারবার আইসিসি বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া ইলিংওয়ার্থ।
তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন উইলসন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ধর্মসেনা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন মাদুগালে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :