সারাদেশে চলমান অস্থিরতা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ মে) গভীর রাত থেকে ভোর পর্যন্ত মোংলায় এক যৌথ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোংলা থানা পুলিশের নেতৃত্বে বাগেরহাট জেলার মোংলা থানাধীন বুড়ির ডাঙ্গা ইউনিয়ন এবং মাদ্রাসা রোড (মোংলা পোর্ট পৌরসভা) এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন:সুব্রত হালদার (৩৮), পিতা: গুরুদাস হালদার, মো. মহসীন (৩০), পিতা: মো. এনামুল ।
পুলিশ জানায়, আটক দু’জনই আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।
মোংলা থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে