AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কবে কোথায় দেখতে পাবেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:০৭ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কবে কোথায় দেখতে পাবেন

বিশ্বভ্রমণে বের হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার অংশ হিসেবে পাঁচ দিনের জন্য বাংলাদেশে আসছে আজ।বিসিবি জানিয়েছে, সোমবার দুপুরে ঢাকায় আসবে শিরোপা। ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী হবে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।

২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ভারত পাকিস্তানে যেতে চায় না বলে, হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। রীতি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোতে নেওয়া হয় ট্রফি। বাড়িয়ে দেওয়া হয় উত্তেজনা, উন্মাদনা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।

পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই শুরু হয়েছে ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরেছে চ্যাম্পিয়নস ট্রফি। এরপর ট্রফি গিয়েছে আফগানিস্তানে। সেখান থেকেই বাংলাদেশে আসছে এই শিরোপা। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ট্রফির বিশ্ব ভ্রমণ পরিচালনা করছে।

তিন কেজি এক’শ গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি দেশে পৌঁছে নিরাপদে রাখা হবে। আগামীকাল নেওয়া হবে কক্সবাজারে। ১১ ডিসেম্বর কক্সবাজারের লাবনী পয়েন্টে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ট্রফি রাখা হবে। সেদিন বিকেলেই ঢাকায় ফিরে আনা হবে এই চ্যাম্পিয়ন পুরস্কার।

১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা রাখা হবে। এই সময় সমর্থকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।

১৩ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি নেওয়া হবে। সেখানে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক, স্পন্সর এবং গণমাধ্যমকর্মীরা ট্রফির সান্নিধ্য পাবেন।

বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত ঘুরে ট্রফি ঠাঁই পাবে আয়োজক দেশ পাকিস্তানে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!