AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিটাগং কিংস নিয়ে এল ‘চিটাগং কিংস কিডস ক্লাব’


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:২৯ পিএম, ৭ ডিসেম্বর, ২০২৪
চিটাগং কিংস নিয়ে এল ‘চিটাগং  কিংস কিডস ক্লাব’

ভাবুন তো, বোলিং করতে দৌড়ে আসছেন লঙ্কান স্টার এঞ্জেলো ম্যাথুস, আর সেই বল মোকাবেলা করছে আপনার সন্তান! কিংবা ব্যাট হাতে দাঁড়িয়ে ইংলিশ সেনসেশন মঈন আলী, আর বোলিংয়ে দৌড়ে যাচ্ছে আপনার ছোট্ট সোনামণি!

শুনতে অবাস্তব মনে হলেও শিশুদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই হাজির হয়েছে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল চিটাগং  কিংস। তাদের ক্ষুদে ভক্তদের জন্য ফ্র‍্যাঞ্চাইজিটির নতুন সংযোজন —‘চিটাগং কিংস কিডস ক্লাব’। শিশুদের জন্য এ ধরনের সুযোগ আমাদের দেশে প্রথম।

চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, “আমরা চাই শিশুদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের এমন অভিজ্ঞতা দিতে। চিটাগং কিংস কিডস ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ক্ষুদে ভক্তদের আরও কাছ থেকে ক্রিকেটকে ভালোবাসার সুযোগ করে দিতে চাই। এই উদ্যোগের মধ্য দিয়ে চিটাগং কিংস তাদের ক্ষুদে ভক্তদের কাছে ক্রিকেটকে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ”

এদিকে গতকাল বারিধারা ডিপলোমেটিক জোনে আয়োজিত পাড়া উৎসবে চিটাগং কিংস স্টলে দেখা যায় বাচ্চাদের এই ক্লাবের কার্যক্রম। যেখানে উপস্থিত ছিলেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী, ক্রিকেটার নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, মার্শাল আইয়ুব সহ কিংস ম্যানেজমেন্টের অনেকেই।

দিন ব্যাপি চলতে থাকা এই উৎসব নিয়ে চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী জানান, "এধরণের কাজ ছোট স্কেলে মাত্র শুরু করেছি। যা সামনের দিন গুলোতে চলতে থাকবে।"

চিটাগং  কিংস সূত্র জানায়, কিডস ক্লাবের মেম্বার হলেই পাওয়া যাবে বেশ কিছু সুবিধা। সেগুলো হল - সকল প্লেয়ার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে সাক্ষাতের সুযোগ, প্রতি ম্যাচ টিকেট এবং প্লেয়ার বাসে ট্রাভেল করার সুযোগ, থাকবে বিভিন্ন ধরণের গেম, খেলোয়াড়দের সাথে পডকাস্ট এবং ক্রিকেট কুইজ শো এমনকি ক্রিকেটারদের সাথে অনুশীলন করার মত সুবিধা। খুব দ্রুত চিটাগং কিংসের ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাবে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!