ক্রিকেট ইতিহাসে ১ ওভারে ৭৭ রান দেন কোন্ বোলার?

১৯৯০ সাল। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছে নিউজিল্যান্ডে ৷ ট্রফির নাম শেল ট্রফি। ঘরোয়া এই টুর্নামেন্টে সেদিন টিম ওয়েলিংটন এবং টিম ক্যান্টারবারি’র মধ্যে খেলা চলছিলো ৷ দিনটি ছিল টিম ওয়েলিংটনের। কেননা জিততে হলে শেষ ২ ওভারে ক্যান্টারবেরির দরকার ৯৫ রান ৷

তখন বল করতে আসেন ওয়েলিংটনের বোলার বার্ট ভেন্স ৷ ১৭টি নো বল, ৮টি সিক্স এবং ৬টি চারের মারে ভেন্স ওই ওভারে একাই ৭৭ রান দিয়ে বসেন ৷ ভেন্স মোট ২২টি বল করেছিলেন ৷ সেদিন ১৭টি ফুলটস বল দিয়েছিলেন ভেন্স।
প্রতিটিই ছিল ‘নো বল’! আর সে বলগুলোয় মনের সুখ মিটিয়ে বাউন্ডারি হাঁকিয়েছিলেন ক্যান্টারবুরির দুই ব্যাটসম্যান। ভেন্সের ‘বৈধ ডেলিভারি’ ছিল মাত্র পাঁচটি। আরেকটি গেল কোথায়? নো বোলের তোড়ে আম্পায়ার আরেকটি বল গুনতেই ভুল গিয়েছিলেন!

এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে বার্ট ভেন্সের করা এই ওভারটিকে সর্বকালের সবচেয়ে খরুচে ওভার হিসেবে বিবেচনা করা হয়।
একুশে সংবাদ/উকি./ এসএডি