AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিকেট ইতিহাসে ১ ওভারে ৭৭ রান দেন কোন্ বোলার?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৩ পিএম, ২৫ জুন, ২০২৪

ক্রিকেট ইতিহাসে ১ ওভারে ৭৭ রান দেন কোন্ বোলার?

                                                     ক্রিকেট ইতিহাসে ১ ওভারে ৭৭ রান দেন কোন্ বোলার?

ক্রিকেট বল

১৯৯০ সাল। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছে নিউজিল্যান্ডে ৷ ট্রফির নাম শেল ট্রফি। ঘরোয়া এই টুর্নামেন্টে সেদিন টিম ওয়েলিংটন এবং টিম ক্যান্টারবারি’র মধ্যে খেলা চলছিলো ৷ দিনটি ছিল টিম ওয়েলিংটনের। কেননা জিততে হলে শেষ ২ ওভারে ক্যান্টারবেরির দরকার ৯৫ রান ৷

শিলড ট্রপি নিউজিল্যান্ড

তখন বল করতে আসেন ওয়েলিংটনের বোলার বার্ট ভেন্স ৷ ১৭টি নো বল, ৮টি সিক্স এবং ৬টি চারের মারে ভেন্স ওই ওভারে একাই ৭৭ রান দিয়ে বসেন ৷ ভেন্স মোট ২২টি বল করেছিলেন ৷ সেদিন ১৭টি ফুলটস বল দিয়েছিলেন ভেন্স।

ক্রিকেট বল

প্রতিটিই ছিল ‘নো বল’! আর সে বলগুলোয় মনের সুখ মিটিয়ে বাউন্ডারি হাঁকিয়েছিলেন ক্যান্টারবুরির দুই ব্যাটসম্যান। ভেন্সের ‘বৈধ ডেলিভারি’ ছিল মাত্র পাঁচটি। আরেকটি গেল কোথায়? নো বোলের তোড়ে আম্পায়ার আরেকটি বল গুনতেই ভুল গিয়েছিলেন!

ক্রিকেট স্টেডিয়াম

এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে বার্ট ভেন্সের করা এই ওভারটিকে সর্বকালের সবচেয়ে খরুচে ওভার হিসেবে বিবেচনা করা হয়।

একুশে সংবাদ/উকি./ এসএডি 
 

Link copied!