AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৩৪ পিএম, ১ মে, ২০২৪
সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকার লক্ষ্যে আগামীকাল  তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।  আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

বাজে ফিল্ডিংয়ের সাথে ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৪ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রান করে ভারত। ফিল্ডিংয়ে দু’টি ক্যাচ ফেলার পর ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

অধিনায়ক নিগার সুলতানার লড়াকু হাফ-সেঞ্চুরির পরও ৮ উইকেটে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৫১ রান করেন নিগার।

দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে বৃষ্টি আইনে ১৯ রানে হারে টাইগ্রেসরা। গতকাল অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১৯ রানে অলআউট হয় নিগারের দল। এ ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন ওপেনার মুরশিদা খাতুন। ৫টি চারে ৪৯ বলে ৪৬ রান করেন তিনি।

জবাবে ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার শেফালি ভার্মাকে খালি হাতে বিদায় করেন পেসার মারুফা আকতার। এরপর ক্রিজে এসে ঝড় তুলেন দয়ালান হেমলতা। তার ঝড়ো ব্যাটিংয়ে ৫ দশমিক ২ ওভারে ১ উইকেটে ৪৭ রান পেয়ে যায় ভারত। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় পায় ভারত। ২৪ বলে অপরাজিত ৪১ রান করে ম্যাচ সেরা হন হেমলতা।

৬ ও ৯ মে সিলেটেই অনুষ্ঠিত হবে যথাক্রমে সিরিজের শেষ দুই ম্যাচ।

একুশে সংবাদ/এস কে     

Link copied!