গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামে পানিতে ডুবে সিয়াম মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম ওই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে খাবার খেয়ে ঘুড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। দুপুর পর্যন্ত সে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে বাড়ির পাশের একটি পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, "শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।"
একুশে সংবাদ/গা.প্র/এ.জে