AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ হারলেও নজির গড়লেন বুমরাহ!


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৪২ পিএম, ২৫ মার্চ, ২০২৪
ম্যাচ হারলেও নজির গড়লেন বুমরাহ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম লিগ ম্যাচে, গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে। এই ম্যাচে, সাই সুদর্শন গুজরাটের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন, মুম্বইয়ের হয়ে সেরা বোলিং করেন জসপ্রীত বুমরাহ।

জসপ্রীত বুমরাহও এই ম্যাচে তার দলের হয়ে সর্বোচ্চ সংখ্যক উইকেট নিতে সফল হন এবং ৩ উইকেট নেন। এই তিন উইকেটের জোরে, তিনি মুম্বাইয়ের প্রাক্তন বোলার এবং বর্তমান বোলিং কোচ লাসিথ মালিঙ্গার আইপিএলে তৈরি করা বড় রেকর্ডটিও ভেঙে দিয়েছেন। এই ম্যাচে একদিকে মুম্বাই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেননি এবং অনেক রান দিয়েছিলেন এবং তার স্পেলে প্রচুর রান নিয়েছিল গুজরাটের ব্যাটাররা। অন্যদিকে চার ওভার মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বুমরাহ।

শুভমন গিলের নেতৃত্বে গুজরাট দলের বিরুদ্ধে তার স্পেলের চার ওভারে ৩.৫০ ইকোনমি রেট বল করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেছিলেন বুমরাহ। এদিন ঋদ্ধিমান সাহাকে ১৯ রানে, সাই সুদর্শনকে ৪৫ রানে এবং ডেভিড মিলারকে ১২ রানে আউট করেন জসপ্রীত বুমরাহ। এবং এদিন মুম্বাই ইন্ডিয়ান্স দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি।

এই ম্যাচে ৩ উইকেট নিয়ে মালিঙ্গাকে 
২০ – জসপ্রীত বুমরাহ

১৯ – লাসিথ মালিঙ্গা

১৯ – যুজবেন্দ্র চাহাল

১৭ – অমিত মিশ্র

১৬ – ডোয়াইন ব্র্যাভো

১৬ – উমেশ যাদব

১৬ – রশিদ খান

জসপ্রীত বুমরাহ পূর্ণ করলেন ১৫০ উইকেট
এই ম্যাচে ৩ উইকেট নিয়ে, বুমরাহ মুম্বইয়ের হয়ে তার উইকেট সংখ্যা ১৫০ ছাড়িয়ে গিয়েছিলেন এবং উইকেট শিকারের বিচারে দলের দ্বিতীয় বোলার হয়েছিলেন। তার আগে রয়েছেন মালিঙ্গা। মালিঙ্গা মোট ১৯৫টি উইকেট নিয়েছিলেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি উইকেট
১৯৫– লাসিথ মালিঙ্গা

১৫১- জসপ্রীত বুমরাহ

১৪৭ – হরভজন সিং

৭৯ – কাইরন পোলার্ড

৭১ – মিচেল ম্যাকক্লেনাঘান

৫১- ক্রুণাল পান্ডিয়া
 

একুশে সংবাদ/এস কে

 

Link copied!