AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১০:৩৫ এএম, ২০ মে, ২০২৫

শ্রীনগরে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ, তার স্ত্রী আভা রাণী ঘোষ এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়ার নামে থাকা তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৮ মে এ তথ্য জানানো হয়।

নাম পরিবর্তন হওয়া বিদ্যালয়গুলো হলো:

  • সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: রাঢ়িখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল গ্রাম) -পরিবর্তিত নাম: প্রাণী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আভা রাণী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও)
    - পরিবর্তিত নাম: জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: কুকুটিয়া ইউনিয়ন) -পরিবর্তিত নাম: কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি অর্থে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ব্যক্তির নামে নামকরণ না করার নীতিমালার আলোকে এই পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে প্রণীত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

 


একুশে সংবাদ/ মু.প্র/এ.জে

Link copied!