AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে খেললেন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে খেললেন মেসি

লিওনেল মেসির ফুটবলের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার অখ্যাত এক ক্লাবে। শৈশবের সেই ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে নেমেছিল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি।  

এমনিতেই লিওনেল মেসির মায়ামির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ভালো কাটেনি। তাই আজকের ম্যাচটি তার জন্য ছিল বিশেষ কিছু। এ যেন অতীত ও বর্তমানের এক যুগলবন্দি। এমন ম্যাচে জয় পায়নি কোনো ক্লাবই। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

ইনজুরির কারণে এবারের প্রাক মৌসুম ম্যাচগুলোতে মায়ামি একাদশে নিয়মিত ছিলেন না মেসি। তার ওপর হংকংয়ে না খেলে জন্ম দিয়েছেন বিতর্কেরও। তাই সন্দেহ ছিল শৈশবের ক্লাবের বিপক্ষে মেসি নামবেন কি না। তবে এ বিষয়ে শঙ্কা আগেই দূর করেন মায়ামির কোচ টাটা মার্টিনো।

মার্টিনো আবার নিওয়েলস ওল্ড বয়েজের আরেক সাবেক কোচ। বলা যায় মেসির চেয়ে টাটা মার্টিনোই নিওয়েলস ওল্ড বয়েজের বেশি কাছের। দলটিতে খেলার পাশাপাশি তিনি ওল্ড বয়েজের হয়ে লিগ শিরোপা জিতেছেন, জিতিয়েছেন কোচ হিসেবেও। আর আজ তাদের বিপক্ষেই খেলল মার্টিনোর দল।

ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য ছিল মায়ামির। তবে আক্রমণে এগিয়ে ছিল ওল্ড বয়েজ। প্রথম হাফে কোনো দলই গোল করতে পারেনি। তবে ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যায় মায়ামি। তবে বর্তমান দলের গোলের আগেই অবশ্য মেসিকে উঠিয়ে নেন কোচ।

৬০ মিনিট খেলে কিছু গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি, তবে তা কাজে লাগাতে পারেননি। শ্যানিডার বোর্গেলিন মায়ামিকে লিড এনে দেন। মাঠে নামার চার মিনিটের মাথায় কর্নার থেকে গোল করেন তিনি। তবে নিওয়েলস ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি।

৮৩ মিনিটে মায়ামি রক্ষণের ভুল কাজে লাগিয়ে ১২ গজ দূরত্ব থেকে গোল করেন দিয়াজ। মাঝে মেসিকে খুব কাছ থেকে দেখতে এক দর্শক মাঠে নেমে এসেছিল। তবে নিরাপত্তাকর্মীরা থামিয়ে দেন। এটি ছিল মায়ামির শেষ প্রীতি ম্যাচ।

মেসি-সুয়ারেজদের নিয়ে গড়া মায়ামির প্রাক-মৌসুমটা ভালো কাটেনি। ৭টি ম্যাচ খেলে মায়ামি জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। ৪টিতে হেরেছে মেসির দল আর ড্র করেছে দুটিতে।

একুশে সংবাদ/এস কে 

Link copied!