AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারিস অলিম্পিকে মেসির অপেক্ষায় মাশ্চেরানো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

প্যারিস অলিম্পিকে মেসির অপেক্ষায় মাশ্চেরানো

প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাই পর্বে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। বাঁচা-মরার লড়াইয়ে সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের মূল আসর নিশ্চিত করেছে আলবিসিসেলেস্তেরা। এই জয়ের পর থেকেই উৎসবের আমেজে মেতেছে আকাশী-সাদা জার্সিধারীরা। যুবাদের অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসিও।

এর আগে অলিম্পিকে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন লিওনেল মেসি। তাই প্যারিসে এই দলের সঙ্গী হতে পারেন তিনিও। মেসি খেলবেন কি খেলবেন না সেটা হয়তো সময়ই বলে দেবে।

তবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘লিওর সঙ্গে আমার সম্পর্ক কেমন সেটা সবাই জানে এবং আমাদের সঙ্গে যোগ দিতে তার জন্য দরজা খোলা আছে। এটা তার ওপর নির্ভর করছে।’

ব্রাজিলকে হারানোর পর সামাজিক মাধ্যমে যুবাদের অভিনন্দন জানিয়েছেন মেসি। মাশ্চেরানো বলেন, ‘সে আমাদের অভিনন্দন জানিয়েছে এবং খুশি। যুব দলকে সে অনুসরণ করে। অলিম্পিকে তাকে পেলে আনন্দিত হব। কথা বলার জন্য এখনও সময় আছে।’

মেসির সঙ্গে অলিম্পিকে খেলার গুঞ্জন আছে অ্যাঞ্জেল ডি মারিয়ারও। কিন্তু কোপা আমেরিকার পরেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই উইঙ্গার।

মাশ্চেরানো জানালেন দুজনকেই অলিম্পিকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে, ‘আমি মেসি ও ডি মারিয়ার সঙ্গে কথা বলেছি। তারাই তাদের সিদ্ধান্ত নেবে। কোপা আমেরিকা বড় টুর্নামেন্ট। অবশ্য আমরা চেষ্টা করব তাদেরকে আমন্ত্রণ জানাতে।’

আগামী ২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক। তার আগে ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। মহাদেশীয় টুর্নামেন্টের পর অলিম্পিকেও মেসি খেলবেন কিনা তাই বিষয়টি এখনো অনিশ্চিত।
 

একুশে সংবাদ/এস কে

Link copied!