AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের ফ্যাক্টফাইল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৫ পিএম, ৯ জানুয়ারি, ২০২৪
ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের ফ্যাক্টফাইল

বিশ্ব ফুটবলের কিংবদন্তী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার  ৭৮ বছর বয়সে গতকাল মৃত্যুবরণ করেছেন।

জার্মান ফুটবল সম্রাট বেকেনবাওয়ারের ফ্যাক্টফাইল : 

নাম : ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

ডাকনাম : ‘দ্য কাইজার’

জন্ম তারিখ : ১১ সেপ্টেম্বর ১৯৪৫ (৭৮ বছর)

জন্মস্থান : মিউনিখ

জাতীয়তা : পশ্চিম জার্মান/জার্মান

উচ্চতা : ১ মিটার ৮১ সে.মি (৫ ফিট ১১ ইঞ্চি)

স্পোর্ট/পজিশন : ফুটবল/লিবারো

খেলোয়াড়ী ক্যারিয়ার :

ক্লাব : বায়ার্ন মিউনিখ (১৯৬৪-১৯৭৭), নিউ ইয়র্ক কসমস (১৯৭৭-১৯৮০), হামবুর্গ (১৯৮০-১৯৮২), নিউ ইয়র্ক কসমস (১৯৮২-১৯৮৩)

ক্লাব শিরোপা :

ইউরোপীয়ান কাপ (৩) : ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬

ইন্টারকন্টিনেন্টাল কাপ : ১৯৭৬

ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ : ১৯৬৭

বুন্দেসলিগা (৫) : ১৯৬৯, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৮২

জার্মান কাপ (৪) : ১৯৬৬, ১৯৬৭, ১৯৬৯, ১৯৭১

নর্থ আমেরিকান সকার লিগ (৩) : ১৯৭৭, ১৯৭৮, ১৯৮০

আন্তর্জাতিক : পশ্চিম জার্মানীর হয়ে ১০৩ ম্যাচ, অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচ

আন্তর্জাতিক গোল : ১৪

বিশ্বকাপ দলের সদস্য : ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪

অভিষেক : সুইডেন ১-পশ্চিম জার্মানী ২, বিশ্বকাপ বাছাইর্প, ২৬ সেপ্টেম্বর ১৯৬৫

প্রথম গোল : নেদারল্যান্ড ২- পশ্চিম জার্মানী ৪, প্রীতি ম্যাচ, ২৩ মার্চ, ১৯৬৬

শেষ ম্যাচ : ফ্রান্স ১-পশ্চিম জার্মানী ০, প্রীতি ম্যাচ ২ ফেব্রুয়ারি ১৯৭৭

আন্তর্জাতিক স্বীকৃতি :

বিশ্বকাপ শিরোপা : ১৯৭৪

বিশ্বকাপ রানার্স-আপ : ১৯৬৬

ইউরোপীয়ান চ্যাম্পিয়ন : ১৯৭২

কোচিং ক্যারিয়ার :

ক্লাব : মার্সেই (১৯৯০-১৯৯১), বায়ার্ন মিউনিখ (১৯৯৩-৯৪, ১৯৯৬)

ক্লাব শিরোপা :

উয়েফা কাপ : ১৯৬৬

বুন্দেসলিগা : ১৯৯৪

জাতীয় দল : ১৯৮৪-১৯৯০, পশ্চিম জার্মানীর কোচ হিসেবে ৬৬ ম্যাচে দায়িত্ব পালন

প্রথম ম্যাচ : পশ্চিম জার্মানী ১- আর্জেন্টিনা ৩, প্রীতি ম্যাচ, ১২ সেপ্টেম্বর ১৯৮৪

শেষ ম্যাচ : পশ্চিম জার্মানী ১- আর্জেন্টিনা ০, বিশ্বকাপ ফাইনাল, ৮ জুলাই ১৯৯০

আন্তর্জাতিক স্বীকৃতি :

বিশ্বকাপ শিরোপা : ১৯৯০

বিশ্বকাপ রানার্স-আপ : ১৯৮৬

বোর্ডরুম ক্যারিয়ার :

বায়ার্ন মিউনিখ, সহ-সভাপতি : ১৯৯১-১৯৯৪

বায়ান মিউনিখ, সভাপতি : ১৯৯৪-২০০৯

বায়ার্ন মিউনিখ, এ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান : ২০০২-২০০৯

বায়ার্ন মিউনিখ, অনারারি প্রেসিডেন্ট : ২০০৯-

ফিফা, সহ-সভাপতি : ২০০৭-২০১১

জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি), সহ-সভাপতি : ১৯৯৮-২০১০

২০০৬ বিশ্বকাপ : আয়োজক কমিটির সভাপতি

ব্যক্তিগত এ্যাওয়ার্ড :

ব্যালন ডি’অর (২) : ১৯৭২, ১৯৭৬

জার্মান বর্ষসেরা খেলোয়াড় (৪) : ১৯৬৬, ১৯৬৮, ১৯৭৪, ১৯৭৬

ফিফা অর্ডার অব মেরিট : ১৯৮৪

কমান্ডারর্স ক্রস অব মেরিট অব ফেডারেল রিপাবলিক অব জার্মানী : ২০০৬

লরিয়াস আজীবন সম্মাননা : ২০০৭

ফিফা প্রেসিডেন্টিয়াল এ্যাওয়ার্ড : ২০১২

একুশে সংবাদ/এস কে

Link copied!