নিউজিল্যান্ডকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। এমন জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করলো টিম টাইগার্স।
এদিকে স্বাগতিকদের বিপক্ষে হারের শিক্ষা সামনের ম্যাচে কাজে লাগাতে চান নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ম্যাচে ভালোই প্রভাব ফেলতে পেরেছি কিন্তু বাংলাদেশের বোলারদের চাপটা নিতে পারিনি। পেছনে ফিরলে অনেক ভুল ধরা পড়বে, সেগুলো একপাশে রেখে আমাদেরকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’
সিলেট টেস্টে বেশ ভালো বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম-নাঈম হাসানরা ছিলেন বেশ ভয়ঙ্কর। এটিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন সাউদি।
কিউই দলপতি কথায়, ‘বাংলাদেশি বোলাররা খুবই হিসেবী এবং ভালো বোলিং করেছে। তাদের বোলিংয়ের ধরণ এমনই। এখানে খেলা যতোই এগিয়ে যায় ব্যাটিং করা ততোই কঠিন হয়ে ওঠে। কারণ ধীরে ধীরে উইকেট টার্নিং হয়ে যায়। তাতে একটু বেশি লাফিয়েও ওঠে। এখানে ব্যাটিং করার পর যখন আউট হবেন তখন পেছনে ফিরে তাকালে মনে হবে কয়েকটি ছোট ছোট জুটি হয়ে গেলেই ম্যাচ জিতে যেতাম।’
সিলেটের প্রশংসা করে সাউদি বলেন, ‘হ্যাঁ, এটা (সিলেট) দারুণ। হোটেলটি ছিলো দুর্দান্ত, মাঠও দুর্দান্ত। যদি ফলাফলের হিসেব বাদ দেই তাহলে আমাদের জন্য এটি একটি স্মরণীয় সফর হয়ে থাকবে।’
একুশে সংবাদ/এস কে