AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫৬ এএম, ১৩ নভেম্বর, ২০২৩

মাঠেই প্রাণ হারালেন ঘানার ফুটবলার

আলবেনিয়ার লিগ চলাকালীন খেলার মাঠেই প্রাণ হারালেন ঘানার স্ট্রাইকার রাফায়েল ডোয়ামেনা। আলবেনিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো তথ্যমতে, গতকাল শনিবার এগনাটিয়া ও পার্টিজানি ক্লাবের মধ্যকার লিগের ম্যাচ চলাকালীন সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়, খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন তিনি। প্যারামেডিকস দ্রুত তাকে হসাপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ২৮ বছর বয়সী ডোয়ামেনা। ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি। এর আগেও ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তবে সে যাত্রায় সুস্থ হয়ে ওঠেন।

এ ঘটনায় আলবেনিয়ান লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ডোয়ামেনার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে ফেডারেশন,  ‘খবরটি আলবেনিয়ার ফুটবল সম্প্রদায়কে হতবাক করে দিয়েছে। বিশাল এই ক্ষতিতে ডোয়ামেনার পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’
একুশে সংবাদ/এস কে 

Link copied!