AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের মাঝেই ব্যর্থতা মেনে নিলেন পাক কোচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৪ পিএম, ২১ অক্টোবর, ২০২৩
বিশ্বকাপের মাঝেই ব্যর্থতা মেনে নিলেন পাক কোচ

বিশ্বকাপ দ্বিতীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার বাবর আজমের পাকিস্তানকে ৬২ রানে হারায় প্যাট কামিন্স বাহিনী। প্রথমে ব্যাট করে পাকিস্তানের জন্য একটি বড় লক্ষ্য তৈরি করে অস্ট্রেলিয়া। জবাবে রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত তারা দাপট বজায় রাখতে না পারায় ম্যাচ পকেটে তুলল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সামনে মাথা নত করতে হয়েছে পাকিস্তানের বোলারদের।


এই সম্বন্ধে পাকিস্তানের বোলিং কোচ মর্নি মর্কেল জানান, ‍‍`শেষ দুটো ম্যাচ থেকে আমাদের এই সমস্যা হচ্ছে। আমি মনে করি ভারতের মাটিতে জিততে হলে দুদিক থেকেই চাপ বজায় রাখতে হবে। যেটা আমরা পারিনি। আমাদের বোলাররা একেবারেই ধারাবাহিক নয়, যার জন্য আমরা অন্য দলের উপর চাপ তৈরি করতে পারছিনা।‍‍`

 

এছাড়াও তিনি আহত পাক বোলার নাসিম শাহর প্রশংসা করেন। তিনি বলেন, ‍‍`নাসিম একজন দুর্দান্ত বোলার। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝবেন নতুন বলের সঙ্গে ও কতটা ধারাবাহিক ছিল। ও শাহিনের সঙ্গে যে জুটিটা তৈরি করেছিল সেটা মারাত্মক ছিল। ওর না থাকাটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা আমাদের কাছে।‍‍` তিনি আরও জানান, ‍‍`সচরাচর হ্যারিস রউফ এবং হাসান আলি পাওয়ারপ্লেতে বল করে না। কিন্তু ওদের যে সুযোগটা দেওয়া হয়েছে তাতে ওরা ভালো পারফর্ম করছে। ভারতের মাটিতে নতুন বলে বল করা চাপের কিন্তু ওরা শিখছে এবং ভালোই করছে।‍‍`


শুধু নাসিম শাহ, হ্যারিস রউফ বা হাসান আলির প্রশংসা নয়, তিনি শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা করেন এবং জানান, ‍‍`আমার সঙ্গে ওর বোলিং নিয়ে কথা হয়েছে। আজ ও ঠিক জায়গাগুলিতে বল করেছে। নিজের খেলার ছক বদলিয়েছে ও পেসে বৈচিত্র এনেছে। আজকের দিনে ও ভালো পারফর্ম করেছে, এটাই আমার খুব ভালো লেগেছে।‍‍`

 

উল্লেখ্য, শুক্রবার অস্ট্রেলিয়া পাকিস্তানকে ৬২ রানে পরাজিত করে। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ৩৬৭। শতরান আসে ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্চের ব্যাট থেকে। পাঁচটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। জবাবে রান তাড়া করতে নেমে ৪৭.২ ওভারে ৩০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। অর্ধশতরান করেন দুই ওপেনার আবদুল্লা শফিক ও ইমাম-উল-হক। ম্যাচের সেরা হন ডেভিড ওয়ার্নার।

একুশে সংবাদ/স ক 

Link copied!