AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪০ ওভারে হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩০ পিএম, ২ অক্টোবর, ২০২৩

৪০ ওভারে হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে মেহেদী মিরাজের ফিফটিতে এগোচ্ছিল টাইগাররা। এরই মধ্যে বেরসিক বৃষ্টিতে বন্ধ হয়েছিল ম্যাচ।

 

বৃষ্টি থামার পর নতুন করে ম্যাচের সময় ও ওভার নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০.০ ওভারে পাঁচ উইকেটে ১৫৩ রান।


বাংলাদেশ সময় ৭.৩০ মিনিটে ম্যাচটি পুনরায় শুরু হবে। উভয় দলের ইনিংসের দৈর্ঘ্য হবে ৪০ ওভার করে। ইনিংসের মাঝে বিরতি থাকবে ২০ মিনিট। তিন পাওয়ার প্লে-র সীমা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮, ২৪ ও ৮ ওভার।


আসামের গুয়াহাটিতে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ তামিম।


শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে দারুণ সূচনা করলেও এদিন দ্রুতই ভাঙে লিটন-তামিম জুটি। যদিও শুরুটা ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ছক্কা হাঁকিয়ে এদিন রানের খাতা খোলেন তামিম। আর লিটন ইনিংস শুরু করেন চার মেরে।


প্রথম দুই ওভারেই ১৮ রান যোগ করেন লিটন-তামিম। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন লিটন। রিস টপলির নিরীহ এক ডেলিভারিতে জস বাটলারের তালুবন্দী হন তিনি। এর আগে করেন মাত্র ৫ রান।


তিনে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন শান্ত। টপলির দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১১ বলে মাত্র ২ রান করেন তিনি। শুরুতেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন তামিম ও মেহেদী হাসান মিরাজ।


তামিম-মিরাজ তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন। তামিম নিজেও ছিলেন ফিফটির পথে। তবে ৪৫ রানে থাকা অবস্থায় মার্ক উডের বলে বোল্ড হন তিনি। মুশফিকুর রহিমও বেশি করতে পারেননি। তিনি ফিরেছেন মাত্র ৮ রানে।


মাহমুদউল্লাহ রিয়াদ আজ কিছুটা আক্রমণাত্মক ছিলেন। তবে ২১ বলে ১৮ রানের বেশি করতে পারেননি তিনি। লিয়াম লিভিংস্টোনের বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন রিয়াদ।


অন্যপ্রান্তে সঙ্গীরা আসা-যাওয়ার মাঝে থাকলেও ব্যাট হাতে অবিচল ছিলেন মিরাজ। লিভিংস্টোনকে চার হাঁকিয়ে ৬২ বলে অর্ধশতক পূরণ করেন এ অলরাউন্ডার। তার ব্যাটে যখন ভালোভাবে এগোচ্ছিল বাংলাদেশ, তখনই নামে বৃষ্টি। তাই খেলা আপাতত বন্ধ রয়েছে।

 

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!