AB Bank
ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিএলের ড্রাফটে নেই নাসির,নিষিদ্ধ দেশের ক্রিকেটে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৩ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩
বিপিএলের ড্রাফটে নেই নাসির,নিষিদ্ধ দেশের ক্রিকেটে

বাংলাদেশে কোনো ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন না নাসির হোসেন। রাখা হয়নি আসন্ন বিপিএলের ড্রাফট তালিকাতেও। আইসিসি দুর্নীতির অভিযোগ আনায় তাকে দেশের ক্রিকেটে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

সম্প্রতি নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সারে আবু ধাবির টি-টেন লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছেন নাসির।

 

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।তিনি বলেন, ‘নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ এনেছে। কারও বিরুদ্ধে এরকম অভিযোগ এলে যে কোনো টুর্নামেন্টে তার অংশগ্রহণে সীমাবদ্ধতা আসে।’

 

বিসিবির অবস্থান অনুযায়ী অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত নাসির বাংলাদেশের কোনো ধরনের টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবেন না। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অধীনে থাকায় বোর্ডেরও কিছু করার নেই।

 

নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগে উল্লেখ করা হয়, ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নেয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন। ২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা, তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

 

একুশে সংবাদ/স ক

Link copied!