AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের সুনামিতে ভেসে গেলো লংকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৮ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ভারতের সুনামিতে ভেসে গেলো লংকা

শ্রীলংকার দেয়া ছোট রানের লক্ষ্যটায় ৭.১ ওভারেই পৌঁছে যায় ভারত। ১০ উইকেটের বড় জয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা ঘরে তুললো ভারত।

 

মোহাম্মদ সিরাজের ভয়ংকর হয়ে ওঠার দিনে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। যা ঘরের মাঠে লংকানদের সর্বনিম্ন ও নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জা।

Shubman Gill was quick in India‍‍`s pursuit of a paltry total, India vs Sri Lanka, Asia Cup final, Colombo, September 17, 2023
জবাবে একপেশে ফাইনালে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত। ১০ উইকেটের জয়ে লংকানদের লজ্জার ষোলকলা উপহার দিয়েছে মেন ইন ব্লুজ।


ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ঈশান কিষাণ ও শুভমান গিল। শুরু থেকেই লংকানদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুজন। ঈশান ২৩ ও গিল ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।


এর আগে ঘরের মাঠে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। লংকানদের সুখস্মৃতি ছিল এতটুকুই। কারণ এরপর ভারতের বোলিং তোপে যে আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি তারা।


মাঠের লড়াই শুরুর আগে বাধা হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়। এমন পিচে ভয়ংকর হয়ে ওঠেন মোহাম্মদ সিরাজ। তার বলের সামনে যেন কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলেন না লংকান ব্যাটাররা।


শুরুটা অবশ্য করেছিলেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই কুশল পেরেরাকে সাজঘরে ফেরান তিনি। পরের গল্পটা শুধুই সিরাজের। একে একে ৬ উইকেট শিকার করেন তিনি।


নিজের দ্বিতীয় ওভারেই চার উইকেট শিকার করেন সিরাজ। তার বলে একে একে ফেরেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা ও কুশল মেন্ডিস।


প্রথম পাঁচ উইকেট শিকার করতে সিরাজ নেন মাত্র ১৬ বল। সপ্তম উইকেটে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লালাগে। তবে ১৭ রান করা মেন্ডিসকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন সিরাজই।


আক্রমণে এসে শ্রীলংকার অষ্টম উইকেটের পতন ঘটান হার্দিক পান্ডিয়া। ৪০ রানে আট উইকেট হারানো লংকানরা দলীয় অর্ধশতকের দেখা নিয়েই ছিল শঙ্কায়। তবে দুশান হেমন্থার দৃঢ়তায় তা পেরিয়ে যায় তারা।


তবে দলীয় সংগ্রহ ৫০-এর বেশি নিতে পারেনি শ্রীলংকা। ১৬তম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট শিকার করে লংকানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পান্ডিয়া। ঘরের মাঠে এটাই দলটির সর্বনিম্ন সংগ্রহ।


শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন মেন্ডিস। এছাড়া ১৩ রানে অপরাজিত থাকেন হেমন্থা। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দলটির পাঁচজন ব্যাটার পেয়েছেন ডাকের দেখা। সিরাজ ৬, পান্ডিয়া ৩ ও বুমরাহ একটি উইকেট শিকার করেন।


এ নিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। শ্রীলংকা এই শিরোপা জিতেছে ছয়বার। এছাড়া পাকিস্তান দুইবার এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।


একুশে সংবাদ/স ক 

Link copied!