AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ প্রত্যাখ্যান করল পাকিস্তান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৯ পিএম, ৩ জুন, ২০২৩
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ প্রত্যাখ্যান করল পাকিস্তান

২০২৩ সালের পুরো এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কা বোর্ড যে আগ্রহ প্রকাশ করেছে, তাদের সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে পিসিবি শ্রীলঙ্কায় গিয়ে একটি ওডিআই দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

 

পিসিবির অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী, নাজাম শেঠির প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’-এর পরিবর্তে, এসএলসি সম্পূর্ণ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবে রাজি হওয়ায় গোঁসা হয়েছে পিসিবি-র। যে কারণে পিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। এর ফলে চারটি ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আর শ্রীলঙ্কার যাবে না পাকিস্তান।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘পরের মাসে শ্রীলঙ্কায় গিয়ে কয়েকটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেই প্রস্তাব পিসিবি প্রত্যাখ্যান করেছে। এতে দুই বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতিই হয়েছে। প্রস্তাব ফেরানোর অর্থ শ্রীলঙ্কার আচরণে খুশি নয় পাকিস্তান।’

 

পরবর্তী আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দু‍‍`টি টেস্ট খেলতে জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। তার পরে জিম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে শ্রীলঙ্কা। তার আগে সে দেশের বোর্ড চেয়েছিল পাকিস্তানের বিরুদ্ধেও কয়েকটি এক দিনের ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নিতে। কিন্তু পাকিস্তান সেই প্রস্তাবে রাজি নয়।

 

এ দিকে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, পিসিবি প্রাথমিক ভাবে প্রস্তাবটি বিবেচনা করবে বললেও, এখন তা প্রত্যাখ্যান করেছে। সেই সূত্রের দাবি, ‘এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে, সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবে শ্রীলঙ্কা বোর্ডের পদক্ষেপ নিয়ে খুশি নয় পিসিবি, যেখান পাকিস্তানের ঘরে আঞ্চলিক ইভেন্টটি আয়োজন করার কথা রয়েছে।’

 

সেই সূত্র আরও বলেছেন, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিও এশিয়া কাপ ইস্যুতে বাংলাদেশ এবং আফগানিস্তান বোর্ডের প্রতিক্রিয়ায় খুশি নন।


সূত্র মারফৎ জানা গিয়েছে, ‘শ্রীলঙ্কার সঙ্গে যেহেতু পাকিস্তানের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই নাজাম শেঠি আশা করেছিলেন যে, বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কাকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অন্যান্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ডের সদস্যদের তিনি বোঝাবেন। এবং তাঁর প্রস্তাবে রাজি করাবেন এবং পাকিস্তানে অন্তত এশিয়া কাপের তিন থেকে চারটি ম্যাচ আয়োজন করতে চেয়েছিলেন নাজাম শেঠি। ’

 

সূত্রটি যোগ করেছেন, ‘সাম্প্রতিক কালে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নাজাম শেঠি হতাশ, বিশেষ করে যখন এই বোর্ডের কিছু প্রধান (আফগানিস্তান, বাংলাদেশ) আইপিএল ফাইনালের জন্য ভারতে গিয়েছিলেন এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে দেখা করেছিলেন।’

 

তবে ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, নাজাম শেঠির হাইব্রিড মডেলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিসিআই এবং জয় শাহ। এশিয়া কাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার ব্যপারে আগ্রহী তারা। এই প্রতিবেদনের প্রেক্ষিতে অবশ্য পিসিবি কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে অভ্যন্তরীণ খবর, যদি না ভারতীয় বোর্ড এশিয়া কাপ নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করে, তবে পিসিবি এশিয়া কাপ এবং বিশ্বকাপের বিষয়ে কিছু কঠিন সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

একুশে সংবাদ.কম/সম 

Link copied!