AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অশ্বিনের মতো ক্যারম বল রপ্ত করতে চান মার্ফি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪২ পিএম, ১ জুন, ২০২৩

অশ্বিনের মতো ক্যারম বল রপ্ত করতে চান  মার্ফি

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার হলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর স্পিন বোলিংয়ে ঘায়েল করেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। সামনেই ডব্লুটিসি ফাইনাল।


৭ জুন থেকে ওভালে এই ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে অজি অফ স্পিনার টড মার্ফি জানালেন তাঁর মনের কথা। রবিচন্দ্রন অশ্বিনের অন্যতম সেরা অস্ত্র ক্যারম বল। আর ডব্লুটিসি ফাইনালের আগে এই স্পেশাল বল শিখতে যে মরিয়া তিনি, তা স্পষ্ট করে দিয়েছেন মার্ফি।


প্রসঙ্গত অজিদের শেষ ভারত সফরে বেশ ভালো বোলিং করেছিলেন এই তরুণ অফ স্পিনার। ২২ বছর বয়সি তারকা ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ১৪টি উইকেট নিয়েছিলেন। গড় ছিল মাত্র ২৫.৫১। এই সিরিজেই অশ্বিনকে খুব সামনে থেকে দেখেছেন টড মার্ফি। আর তারপর থেকেই এই স্পেশাল ক্যারম বল শিখতে মুখিয়ে রয়েছেন তিনি। বর্তমানে মার্ফি রয়েছেন ইংল্যান্ডে। সেখানে ডব্লুটিসি ফাইনালের প্রস্তুতি সারছেন তিনি। ৭-১১ জুন ওভালে খেলা হবে এই ডব্লুটিসি ফাইনাল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ খেলবে অজি দল। ফলে অশ্বিনের থেকে ক্যারম বল শিখে অফ স্পিনার হিসেবে নিজেকে আরও বেশি পরিণত করতে চান মার্ফি।


ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ফি জানিয়েছেন, ‘আমি ক্যারম বল নিয়ে এখনও কাজ করছি। তবে এখনও আমি এই স্পেশাল বল শেখা থেকে বেশ কিছুটা দূরে রয়েছি। রবিচন্দ্রন অশ্বিন ঠিক যেভাবে এই বলটা করেন আমি সেই ভাবেই বলটা করতে চাই। একটা দিক থেকে দেখলে দেখা যাবে বিষয়টা খুব সহজ। তবে তা সত্ত্বেও বেশ কঠিন। তবে আমি আত্মবিশ্বাসী যে আমি ভালোভাবেই এই বলটা করতে পারব। এক না একদিন আমি এই বলটা নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই। যদি আমার এমন একটা অস্ত্র থাকে যা ঠিক উল্টো দিকে যায় তা ব্যাটারদের জন্য অন্যরকম চ্যালেঞ্জ হবে নিঃসন্দেহে। টেস্ট ক্রিকেটে নিজের অস্ত্রের ঝুলিতে সবসময়ে কিছু না কিছু যোগ করতে পারার লড়াই চালিয়ে যেতে হয়। বেসিক জিনিসগুলো ঠিকঠাক করার পাশাপাশি স্টক বল আমার কাছে থাকলে তা একটা বাড়তি পাওনা নিঃসন্দেহে। আমি অশ্বিনকে সামনে থেকে বল করতে দেখেছি। ওর হাতকে সামনে থেকে দেখেছি। ওর কব্জির পজিশনকে সামনে থেকে দেখেছি। দেখেছি কীভাবে এক একটা বল এক এক রকমভাবে হাত থেকে বেরিয়ে এসেছে। ভিন্ন ভিন্ন রকম আচরণ করেছে।’
 

একুশে সংবাদ.কম/সম   

Shwapno
Link copied!