AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলের পরই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৭ পিএম, ২৫ মে, ২০২৩

আইপিএলের পরই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল শেষ হবার পরই এশিয়া কাপের ১৬তম আসর অয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হবে বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

এশিয়া কাপের ১৬তম আসরের আয়োজক পাকিস্তান। এখনও এশিয়া কাপ আয়োজনের বিষয়টি চূড়ান্ত করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এরই মধ্যে সম্প্রতি ঘরের মাঠের এশিয়া কাপের ভেন্যু ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

পাকিস্তানের জিও নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়, টুর্নামেন্টের চারটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং আসরের বাকি ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

পিসিবি ভেন্যু ঘোষনা করলেও আগামী ২৮ মে আইপিএলের ফাইনাল শেষে এশিয়া কাপের বিষয়ে চূড়ান্ত জানানো হবে বলে নিশ্চিত করেছেন জয় শাহ।

 

আজ পিটিআইকে জয় শাহ বলেন, ‘এশিয়া কাপ নিয়ে  এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্বান্ত হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত। তবে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় আইপিএল ফাইনাল দেখতে আসছেন। আমরা আলোচনা করবো এবং  যথাসময়ে চূড়ান্ত সিদ্বান্ত নেবো।’

 

পহেলা সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরুর কথা রয়েছে।

 

একুশে সংবাদ.কম/সম   

Shwapno
Link copied!