জাতীয় দল কিংবা ক্লাবের জার্সি সবখানেই সমানতালে উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন নতুন কীর্তি গড়ছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার লেগ ওয়ানে নতুন রেকর্ড স্পর্শ করেছেন এ ফরাসি উইঙ্গার।
চলতি মৌসুমে পিএসজির জার্সিতে ২৫ গোল করেছেন এমবাপ্পে। আর তাতেই অনন্য ইতিহাস গড়েছেন তিনি। একুশ শতকের ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে লেগ ওয়ানের ৪ মৌসুমেই ২৫ গোলের কীর্তি গড়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলার।
এমনটি জানিয়েছে ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএন। তাদের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার লেগ ওয়ানের পয়েন্ট টেবিলের তলানির দল আজাচ্চিওর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় পিএসজি। এতে জোড়া গোল করেন এমবাপ্পে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে লিগটিতে ২৫ গোল করেন তিনি।
এর আগে ১৯৫৯-৬০ মৌসুমে এ কৃতিত্ব দেখান থাডি সিসোস্কি। এবারের লেগ ওয়ানে সবশেষ ৫ ম্যাচে ৭ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে টানা ৫ খেলায় লক্ষ্যভেদ করেছেন তিনি।
এ নিয়ে চলমান মৌসুমে একনাগাড়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি তার দীর্ঘ ক্যারিয়ারে একটানা দ্বিতীয় সর্বাধিক নিশানাভেদের কীর্তি এটি।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :