AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টির জন্য বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে টসে বিলম্ব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৫ এএম, ২ মে, ২০২৩
বৃষ্টির জন্য বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে  টসে বিলম্ব

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজ ২ মে মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কানারী দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবার কথা ছিলো ম্যাচটি। তবে এ ম্যাচ শুরুর আগে হানা দিয়েছে বৃষ্টি।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আধাঘণ্টা পেরিয়ে গেছে। তবে এখনো টসই অনুষ্ঠিত হয়নি। প্রকৃতির বিরূপ আবহাওয়ার ফলে এ ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।


এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডেও পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলংকা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে লংকানরা।

 

এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বল হাতে বাংলাদেশের পক্ষে বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।


প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে ৯ মে থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে।

একুশে সংবাদ.কম/সম 

Link copied!