AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলের বেগুনি টুপির দৌড়ে পরিবর্বতন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৭ পিএম, ১ মে, ২০২৩

আইপিএলের বেগুনি টুপির দৌড়ে পরিবর্বতন

আইপিএল ২০২৩ অর্থাৎ ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমানে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের দৌড়ে বেশকিছু পরিবর্বতন দেখা গিয়েছে। রবিবারের ম্যাচের পরে এই ছবিটা বদলাতে শুরু করেছে। ৩০ এপ্রিল একটি ডাবল হেডার দেখেছিল ক্রিকেট বিশ্ব। 

 

যেখানে পার্পল  ক্যাপের দাবিদার এদিনের প্রথম ম্যাচের পরেই পরিবর্তিত হয়েছিল। অন্যদিকে অরেঞ্জ ক্যাপধারী দ্বিতীয় ম্যাচের পরে পরিবর্তন হয়েছিল এবং একজন তরুণ ভারতীয় ব্যাটসম্যান কমলা টুপিটি নিজের দখলে করেছিলেন। বিশেষ বিষয় হল আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারি এখন ভারতীয় খেলোয়াড়। বিশেষ বিষয় হল অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের প্রতিযোগীতার শীর্ষে রয়েছে আনক্যাপড দুই ভারতীয় ক্রিকেটার।  


আমরা যদি বেগুনি টুপি বা পার্পল ক্যাপের কথা বলি, তবে এটি এখন সিএসকে পেসার তুষার দেশপান্ডের দখলে চলে গিয়েছে। তিনি এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। এই ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। তিনি ৯ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন। তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন ভারতের আরেক বোলার মহম্মদ সিরাজ। এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। একই সংখ্যক উইকেট নিয়েছেন গুজরাট টাইটানসের স্পিনার রশিদ খান। পার্পল ক্যাপের দৌড়ে পঞ্চম নামটি হল রবিচন্দ্রন অশ্বিন। তিনি এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে ৯ ম্যাচে ১৩টি সাফল্য পেয়েছেন। 


দেখে নিন বেগুনি টুপির লড়াই-এর অবস্থান

১৭ উইকেট - তুষার দেশপান্ডে

১৫ উইকেট- আর্শদীপ সিং

১৪ উইকেট- মহম্মদ সিরাজ

১৪ উইকেট- রশিদ খান

১৩ উইকেট- রবিচন্দ্রন অশ্বিন

একুশে সংবাদ.কম/সম 

Link copied!