AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলে নেতৃত্ব দিতে চান না ধোনি!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৮ পিএম, ৪ এপ্রিল, ২০২৩
আইপিএলে নেতৃত্ব দিতে চান না ধোনি!

আইপিএলে চেন্নাই সুপার কিংসকে এ বছর শুরু থেকেই নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তাঁর কি ইচ্ছা নেই নেতৃত্ব দেওয়ার? সোমবারের ম্যাচের মাঝেই অন্য অধিনায়কের কথা বললেন ধোনি। গত বছর আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। রবীন্দ্র জাডেজা নেতৃত্ব দেন দলকে। পরে যদিও জাডেজাকে সরিয়ে ধোনিকেই আবার অধিনায়ক করেছিল চেন্নাই।

 

সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১২ রানে জেতে চেন্নাই। কিন্তু ২১৭ রান তুলেও মাত্র ১২ রানে জয় পছন্দ হয়নি ধোনির। দলের বোলারদের নিয়ে খুশি নন তিনি। ধোনি বলেন, “উইকেট মন্থর হলেও এই পিচে রান করা সহজ ছিল। ঘরের মাঠে আগামী ছ’টি ম্যাচে কেমন পিচ হয়, সেই দিকে নজর থাকবে। আশা করব সেই ম্যাচগুলিতেও রান করতে পারব। আমাদের দলের পেসারদের একটু উন্নতি প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী বল করতে হবে তাদের। পাটা পিচ হলেও ব্যাটারদের বাধ্য করতে হবে ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল মারার জন্য। নো বল করা যাবে না। প্রচুর অতিরক্ত রান দিয়েছি আমরা। এটা কমাতেই হবে। না পারলে অন্য কোনও অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে দলকে।”

 

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ৩১ বলে ৫৭ রান করেন। অন্য ওপেনার ডেভন কনওয়ে ২৯ বলে ৪৭ রান করেন। তাদের দাপটে ৮ ওভারেই ১০০ রানের গণ্ডি পার করে যায় চেন্নাই। পরের দিকে ব্যাটাররাও দ্রুত রান তোলেন। ধোনি নিজে তিনটি বল খেললেও দু’টি ছক্কা হাঁকান। ২১৭ রান তোলে চেন্নাই। জবাবে লখনউও শুরুটা ভালই করেছিল। কাইল মেয়ার্স বিধ্বংসী মেজাজে ছিলেন। ২২ বলে ৫৩ রান করেন তিনি। লোকেশ রাহুল ১৮ বলে মাত্র ২০ রান করেন। ২০ ওভারে ২০৫ রান করে লখনউ। ১২ রানে হেরে যায় তারা।

 

ম্যাচ শেষে ধোনি বলেন, “দুর্দান্ত ম্যাচ। প্রচুর রান উঠল। আমরা সকলেই ভাবছিলাম যে, উইকেট কেমন হবে। মনে একটা দ্বিধা ছিল। অনেক বছর পর এখানে খেলতে নেমেছিলাম। মাঠভর্তি লোক দেখে ভাল লাগছে।”
 

একুশে সংবাদ.কম/সম

Link copied!