AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
১২তম আন্তর্জাতিক সম্মেলনে নেতারা

জনস্বাস্থ্যের জন্য এইডস হুমকি নয়


Ekushey Sangbad
রেকায়েত আলী খান
১০:০৪ পিএম, ২৭ জুলাই, ২০২৩

জনস্বাস্থ্যের জন্য এইডস হুমকি নয়

অস্ট্রেলিয়া থেকে  :এইডস এখন আর জনস্বাস্থ্য ব্যক্তিগত মঙ্গলের জন্য হুমকি নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন কনভেনশন অ্যান্ড এক্সিবিউশন সেন্টারে ১২তম বিশ্ব এইডস বিজ্ঞান সম্মেলনের শেষ দিনে তারা তথ্য জানান। ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক এইডস সোসাইটি।

 

সম্মেলনে আন্তর্জাতিক এইডস সোসাইটির ইন্টারন্যাশনাল চেয়ার অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের পিটার ডোহার্টি ইনস্টিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটির পরিচালক শ্যারন লুইন বলেন, এইচআইভি নিয়ে বেঁচে থাকা মানুষের ওপর এমপক্স এবং কোভিডের প্রভাব কীভাবে কমানো, এইচআইভি নিরাময় অর্জনের জন্য নতুন পদ্ধতিগুলো চিহ্নিত করাসহ নানা বিষয়ে চাঞ্চল্যকর গবেষণার ফল পাওয়া গেছে। যার মাধ্যমে বলতে পারি এইচআইভি আর জনস্বাস্থ্য এবং ব্যক্তিগত মঙ্গলের জন্য হুমকি নয়।

 

 গত রোববার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এইডস বিজ্ঞান সম্মেলনে হাজার মানুষ সশরীরে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। এদের মধ্যে ১৪শ গবেষণার সারাংশ উপস্থাপিত হয়। এর মধ্যে আটটি বিষয় ছিল উল্লেখযোগ্য। এগুলো হলো : স্টেম সেল ট্রান্সপ্লান্টের মাধ্যমে এইচআইভি মুক্ত ষষ্ঠ ব্যক্তির সঙ্গে পরিচয়, এইডস আক্রান্ত রোগীদের একটি ওষুধ সেবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৫ শতাংশ হ্রাস, নির্ধারিত ওষুধ সেবনে এইডস আক্রান্তদের যৌনসঙ্গীদের সংক্রমণের ঝুঁকি শূন্য, খতনা এইচআইভি সংক্রমণ হ্রাস করে, সহজাত ইমিউন লিঙ্গের পার্থক্যের কারণে মেয়েদের তুলনায় ছেলেদের এইচআইভি ভালো হওয়ার সুযোগ বেশি, সিডনির একটি এলাকাকে বিশ্বের প্রথম এইচআইভি সংক্রমণ নির্মূল এলাকা হিসাবে চিহ্নিত, এইডস আক্রান্তদের মধ্যে কোভিডে মৃত্যুহার সাধারণ মানুষের চেয়ে বেশি।

 

একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা

Link copied!