AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরে বেড়াচ্ছে ভেড়ার পাল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০২:৫৪ পিএম, ২৫ নভেম্বর, ২০২২
চরে বেড়াচ্ছে ভেড়ার পাল

‘হামরা চরের মানুষ জমি তেমন নাই হামরা শাকসবজি চাষ করে লাভবান হচ্ছি। ভেড়া পালন করি হামার সংসারে আয় বাড়ছে, এই আয় দিয়ে ছাওয়াপাওয়ার লেখাপড়ার খরচ জোগাড় করছি।’

 

এসব কথা বলেন কুড়িগ্রামের চিলমারী ইউনিয়নের মনতলা এলাকার শাহিদা আক্তার ও পারভীন বেগম।

 

বন্যা ও নদীভাঙনের কবলে পড়ে প্রতিবছর গাইবান্ধা ও কুড়িগ্রামের চরাঞ্চলের অসংখ্য পরিবার গৃহহীন হয়। নষ্ট হয় চরের ফসল। এতে কৃষিনির্ভর পরিবারগুলো পড়ে চরম সংকটে। এ পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ এসব অঞ্চলের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। তারা দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি পারিবারিকভাবে আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

 

চরাঞ্চলের পরিবারগুলোকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে উন্নয়নমুখী সহযোগিতা করা হচ্ছে। প্রশিক্ষণসহ পরিবারগুলোকে শীত ও গ্রীষ্ম মৌসুমে শাকসবজির বীজ দেওয়া ছাড়াও ভেড়া বিতরণ করছে ফ্রেন্ডশিপ। সবজি উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার উৎপাদন এবং ব্যবহারে সহায়তা করছে।

 

চিলমারী ইউনিয়নের মনতোলা গ্রামের পারভীন বেগম বলেন, ‘আমাদের সুশাসন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, তালাকপ্রাপ্ত, বহুবিবাহ, পারিবারিক দ্বন্দ্ব, সংবিধান, সংসদ সম্পর্কে জানতে পেরেছি। এখন কোনো আইনি পরামর্শ প্রয়োজন হলে আমরা ফ্রেন্ডশিপের সহায়তা নিই এবং তারা আমাদের বিনা মূল্যে আইনি পরামর্শ দেয়।’

 

মনতোলা গ্রামের শামছুন্নাহার খাতুন ও মঞ্জুর রহমান বলেন, ‘আগে হাট থেকে রাসায়নিক সার কিনে আনতাম, এখন আমরা জৈব সার তৈরি করে ব্যবহার করি, ফেরোমন ফাঁদ দিয়ে পোকা মারছি, সরকারি সুযোগ-সুবিধা পেতে বিভিন্ন অফিসে যোগাযোগ করছি।’

 

রৌমারী ও চিলমারী অঞ্চলে ফ্রেন্ডশিপের এএসডি প্রজেক্টের ম্যানেজার মো. আশরাফুল ইসলাম মল্লিক জানান, ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় সদস্যদের আয় রোজগার নিয়মিতকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে এ প্রকল্প সহায়তা করছে।

 

একুশে সংবাদ/ন.দা.প্রতি/পলাশ

Link copied!