দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সরকারি ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে পেজটিতে হ্যাকার গ্রুপের পক্ষ থেকে একাধিক পোস্ট দেওয়া হয়, যেখানে হ্যাকিংয়ের বিষয়টি স্পষ্ট করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা প্রথম পোস্ট দেয়। যদিও পেজটির নাম অপরিবর্তিত রয়েছে, তবে প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে নিজেদের প্রতীক ব্যবহার করেছে গ্রুপটি।
পরে ধারাবাহিক কয়েকটি পোস্টে হ্যাকাররা নিজেদের পরিচয় তুলে ধরে জানায়, পেজটি “MS 470X” নামের গ্রুপ হ্যাক করেছে।
একটি সুপরিচিত আর্থিক প্রতিষ্ঠানের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম হ্যাকড হওয়ার ঘটনায় গ্রাহক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ প্রতিবেদন লেখা পর্যন্ত।
একুশে সংবাদ/এ.জে