ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি বৃষ্টি উপেক্ষা করেই চলে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত রাস্তা দখলে নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নেতা-কর্মীরা সাম্য হত্যার দ্রুত বিচার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন।
এর আগে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদল একাধিক কর্মসূচি পালন করেছে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
একুশে সংবাদ/চ.ট/এ.জে