AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ১২ দফা ঘোষণা হেফাজতের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৫ পিএম, ৩ মে, ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে ১২ দফা ঘোষণা হেফাজতের

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডর প্রত্যাহারের দাবি জানিয়ে ১২ দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে এই ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক।

ঘোষণাপত্রে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিকল্প নেই। সেখানে দেশের সকল ইসলামপন্থী শক্তির মতামত অন্তর্ভুক্ত করতে হবে।

হেফাজতের ঘোষিত ১২ দফা দাবি:

১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল; আলেম ও নারী প্রতিনিধিদের নিয়ে নতুন কমিশন গঠন।
২. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং ‘বহুত্ববাদ’ শব্দ বাতিল।
৩. ২০১৩ সালের শাপলা চত্বর ও জুলাই মাসের তথাকথিত ‘গণহত্যার’ বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনাল গঠন।
৪. আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ও বিচার কার্যক্রম শুরু করা।
৫. চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের হাতে নিহত সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচার।
৬. শেখ হাসিনার আমলে দায়ের সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও গুম-খুনের বিচার।
৭. গাজায় হামলা নিয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান আন্তর্জাতিক অবস্থান গ্রহণ।
৮. প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা।
৯. মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বিষয়ে ‘মানবিক করিডর’ পরিকল্পনা প্রত্যাহার।
১০. পার্বত্য চট্টগ্রামে বিদেশি তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ।
১১. কাদিয়ানীদের ‘অমুসলিম’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি।
১২. নির্বাচনপূর্ব অন্তর্বর্তী সরকারে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নিশ্চিত করা।

সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভ এবং নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিন মাসব্যাপী বিভাগীয় সম্মেলনের ঘোষণা দেন।

শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার গণসংযোগ ও মিছিল করে সমাবেশের প্রচার চালায় সংগঠনটি।

সমাবেশে নেতারা বলেন, “আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে দাবিগুলো তুলে ধরছি। দেশবাসীকে ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে রাস্তায় নামার আহ্বান জানাই।”

 

একুশে সংবাদ/যু/এ.জে

Shwapno
Link copied!