AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় জাসদের নিন্দা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩১ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় জাসদের নিন্দা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রি দল-জাসদ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারির ধ্বংসযজ্ঞ দিয়ে আবারও প্রমাণ হলো- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, পাকিস্তানপন্থি জঙ্গিবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রীয় ও সরকারি মদতে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতি, চিন্থ, স্মারক মুছে ফেলছে।

আরও বলা হয়, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ভবন, ভাস্কর্য, ম্যুরাল ধ্বংস করে জাতির ইতিহাস ও স্মৃতি থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান হানাদারবাহিনী সহযোগী আধাসামরিক রাজাকার, আলবদর বাহিনীর দ্বারা সংঘটিত ৩০ লাখ মানুষকে গণহত্যা, ২ লাখের বেশি নারীকে সংঘবদ্ধ ধর্ষণসহ বর্বর যুদ্ধাপরাধের ইতিহাস মুছে ফেলতে পারবে না।

জাসদের বিবৃতিতে দেশের শান্তিপ্রিয়, গণতন্ত্রকামী সাধারণ মানুষ এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রতি সোচ্চার হওয়া এবং জাতীয় ঐকমত্য গড়ে তুলতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!