দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক।
জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন।
জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। ছাত্র-জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে হবে।’
অনতিবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ দিলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা আরো বাড়বে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
একুশে সংবাদ/বিএইচ
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
