বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ স্ববিরোধী আত্মপ্রতারক। পাকিস্তানি হানাদার বাহিনী ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তথা দেশীয় হানাদাররা এখন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে আনার এক দফা আন্দোলন চলছে, এটা চলবে। বন্দি গণতন্ত্রকে উন্মুক্ত করতেই হবে। আজ আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না। আমাদের সাধারণ অধিকার বন্দি করে রাখা হয়েছে।
রিজভী বলেন, আওয়ামী লীগের ঝুঁলিতে আর কিছু নেই, তারা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা হত্যা করেছে। অবাধ-সুষ্ঠু নির্বাচনকে নিরুদ্দেশ করেছে আওয়ামী লীগ। এখন তারা আবোল-তাবোল কথা বলছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :