AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বতন্ত্র নির্বাচন করছেন বগুড়ার ৪ বিএনপি নেতা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:২৯ পিএম, ২ ডিসেম্বর, ২০২৩

স্বতন্ত্র নির্বাচন করছেন বগুড়ার ৪ বিএনপি নেতা

স্বতন্ত্র নির্বাচন করছেন বগুড়ার ৪ বিএনপি নেতা। তাদের ঘিরে রাজনৈতিক অঙ্গণে জোর গুঞ্জন ওঠেছিলো-বিএনপির এই নেতা দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। চারটি আলাদা আসনে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  ডা. মোল্লা পঞ্চম সংসদের উপ-নির্বাচন, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম সংসদে বিএনপি থেকে নির্বাচিত হন। ২০০৬ সালে সংস্কারপন্থী হিসেবে তিনি পরিচিতি পান। তারপর একাধিক সংসদ নির্বাচন হলেও তিনি মনোনয়ন পাননি। তাই রাজনীতিতেও তাকে তেমন সক্রিয় দেখা যায়নি।

এবারের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, বগুড়ায় ২০১৮ সালে নির্বাচন সুষ্ঠু হয়েছিল বলেই বিএনপির কয়েকজন প্রার্থী জয়ী হয়েছিলেন। এবারও জেলায় নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করি। তবে সরকারের কোনো গ্রিন সিগন্যালে তিনি প্রার্থী হননি বলেও দাবি করেন।

২০০৮ সালে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির প্রার্থী ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা। ২০২০ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। বিএনপি এবার নির্বাচনে না গেলেও শোকরানা ওই আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহত্তর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সরকার বাদল। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০১২ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

এছাড়া বগুড়া- ২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিউটি বেগম। তিনি জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকেও ২০১৪ সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।


একুশে সংবাদ/এএইচবি/জাহা 

Shwapno
Link copied!