দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে বরগুনা-২, বামনা-বেতাগী-পাথরঘাটায় এগিয়ে লায়ন রাশেদ হাওলাদার। ইতোমধ্যে তার নির্বাচনীয় এলাকায় ব্যানার পোষ্টারের মাধ্যমে নৌকা মার্কায় ভোট আহবান করছেন তিনি। নৌকাকে বিজয়ী করতে, নির্বাচন কমিশনের আইন মেনে যা যা করা যায় লায়ন রাশেদ হাওলাদার তাই করছেন বলে অভিমত ব্যক্ত করেছেন বামনা-বেতাগী-পাথরঘাটার এলাকাবাসী।
একুশে সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাতকারে লায়ন রাশেদ হাওলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে, জননেত্রী শেখ হাসিনার পথ প্রদর্শনে নৌকার জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে এবছর তার সম্পাদনায় "শেখ হাসিনার রঙ্গিন ঘর গৃহহীন ভূমিহীনদের স্বপ্নঝড়" বইটি তার নির্বাচনীয় এলাকার জনগণের মাঝে উপহার স্বরুপ পৌঁছে দিচ্ছি। এছাড়াও দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তার আলোচিত বই "শত কবিতায় শতায়ু প্রত্যাশায়" ইতোমধ্যে বিশ্বব্যাপি ব্যাপক সারা পড়েছে।
তিনি বলেন, বরগুনার অঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো আমার অতীত কর্মকাণ্ডের উপর ভিত্তি করে জয় জয়কার একজন ফ্রেশ ইমেজের পরিশ্রমী রাজনৈতিককর্মী রাশেদ হাওলাদার বলে গণমাধ্যমে প্রচার হচ্ছে। আমার পরিবারের লোকজন সকলেই আন্তরিকতার সাথে নির্বাচনীয় এলাকায় কাজ করছেন এবং মনোনয়ন পাওয়ার বিষয় আশাবাদী আমি। এর কারন স্বরূপ তিনি বলেন, বিগত সবকটি আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছি। করোনা কালে নিজের জীবনকে বাজি রেখে সাধারণ মানুষের পাশে গিয়ে কাজ দাঁড়িয়েছি। একজন নিবেদিত কর্মীর জন্যে ভালবাসা দোয়া আর্শিবাদের কথা বলছেন নির্বাচনীয় এলাকার সাধারণ মানুষ।
এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন তার সাথে এক হয়ে নৌকাকে বিজয়ী করতে কাজ করব। শেখ হাসিনার কোন বিকল্প নাই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে বাংলার জনগণ আবারও শেখ হাসিনাকে বিজয়ী করবে। তার হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে, তার হাত ধরেই দেশ এগিয়ে যাবে। উন্নত বাংলাদেশ গড়তে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার জয় সুনিশ্চিত।
রাশেদ হাওলাদার বলেন, এলাকার প্রতিটি মানুষের ভালবাসায় আমি সিক্ত। এলাকাবাসীর আপদ-বিপদে পাশে থাকতে চাই। এলাকায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখার প্রত্যয়ে এলাকাবাসী আমাকে চায়। মনোনয়ন পেলে সবচেয়ে উপকৃত হবে এলাকার সাধারণ মানুষ। তৃণমূলেরনেতা-কর্মীরাও চাইছেন এমন একজন জনদরদী রাজনৈতিক কর্মীর জয় হোক বলে জানান তিনি।
নৌকার মাঝি হতে চাওয়া লায়ন রাশেদ হাওলাদার সম্পর্কে এলাকাবাসী বলেন, আমরা সুখে-দুঃখে তাকে পাই। করোনা থেকে শুরু করে, যে কোন সময় তাকে আমরা কাছে পেয়েছি। রাশেদ হাওলাদারকে মনোনয়ন দিলে আমরা উপকৃত হব।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

