বৃহত্তর রংপুরের ২২ আসনসহ ১০০ আসন এবং ১০ জন মন্ত্রী ছাড়া জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির জরুরি যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় মোস্তফা বলেন, বৈঠকে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত দলের চেয়ারম্যানের কাছে জানিয়ে দিয়েছি। প্রথমত আমরা প্রহসনের নির্বাচনে যেতে চাই না। আর যদি আওয়ামী লীগের সঙ্গে মহাজোটববদ্ধ হয়ে নির্বাচন করি তাহলে রংপুর অঞ্চলের ২২ আসনসহ ১০০ আসন এবং ১০ জন মন্ত্রী দিতে হবে।
তিনি বলেন, আসছে নির্বাচনকে দেশ এবং বিদেশে গ্রহণযোগ্য করতে হলে জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগের কোন উপায়ন্তর নেই।
গ্রহণযোগ্য নির্বাচন করতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায় মন্তব্য করে মোস্তাফিজার রহমান বলেন, এ মুহূর্তে জাতীয় পার্টির গুরুত্ব অনেক। তাই ভেবেচিন্তে দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের ভোট রয়েছে। সেই সঙ্গে জামায়াতের কিছু ভোট রয়েছে। এর মধ্যেই চার ভোটব্যাংকের পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না।
বৈঠকে কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের সভাপতিত্বে যৌথ সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক ছাড়াও মহানগরীর সকল ওয়ার্ড , উপজেলা, পৌরসভার সভাপতি সাধারণ ও সাংগঠনিক সম্পাদকরা এ সময় বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন আওয়ামী লীগের সঙ্গে থেকে আর দালাল হিসেবে চিহ্নিত হতে চায় না জাতীয় পার্টি। তারা আর আওয়ামী লীগের সঙ্গে সংসার করতে চান না।
একুশে সংবাদ/এএইচবি/এস কে
আপনার মতামত লিখুন :