AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার মনোনয়ন নিলেন ৩০ জন


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৩১ পিএম, ৮ অক্টোবর, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার মনোনয়ন নিলেন ৩০ জন

সব‌কিছু ঠিকঠাক থাক‌লে নির্বাচন ক‌মিশ‌নের (ইসি) ঘোষণা অনুসা‌রে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে আগামী ৫ নভেম্বর উপ-নির্বাচনের ভোট অনুষ্ঠিত হ‌বে। তারই প্রেক্ষি‌তে এই দু‌টি আস‌নে ভোট যু‌দ্ধে লড়‌তে ইচ্ছ‌ুক আওয়ামী লী‌গের ৩০ প্রার্থী।

 

এ বিষ‌য়ে রোববার আওয়ামী লী‌গের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান জানান, গত দুইদি‌নে সং‌শ্লিষ্ট দুটি আস‌নে উপ‌-নির্বাচ‌নে অংশগ্রহণে দলীয় প্রতীকের জন্য ৩০ জন প্রার্থী আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ ও জমা দি‌য়ে‌ছেন।

 

জানা যায়, নির্বাচন ক‌মিশ‌নের ঘোষীত তফ‌সিল অনুসা‌রে এ দু‌টি আস‌নে আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ  প্রধানমন্ত্রী শেখ হ‌া‌সিনার সভাপ‌তি‌ত্বে সরকারী বাসভব‌ন গণভব‌নে সন্ধ্যা সাড়ে টায় আওয়ামী লী‌গের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আওয়ামী লীগের চূড়ান্ত প্র‌ার্থী ঠিক করা হ‌বে।

 

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন প্রার্থী। তারা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য মো. শাহজাহান আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হান্নান রতন ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু শামীম মোহাম্মদ পিয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক শাহ মফিজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন কাউসার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য মাইনুল হাসান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মাসুদুর রহমান ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জালাল মিয়া।

 

লক্ষ্মীপুর-৩ (উপ-নির্বাচন) এর জন্য ১৪ মনোনয়ন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক, আওয়ামী যুবলীগের সদস্য মুহাম্মদ শওকত হায়াত, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আবুল হাসেম, সাবেক ছাত্রলীগ কর্মী সামীমা হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহিম, জাতীয় কমিটির সদস্য এম আলা উদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন (আজাদ ভুইয়া), আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য খোকন চন্দ্র পাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহিম কামাল চৌধুরী উপল ও মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সৃজনী শিউলী প্রমুখ।

 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আস‌নের নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি একেএম শাহজাহান কামাল রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেট্টেম্বর মারা যান। এরপর  জাতীয় সংসদ এ দু‌টি আসন শূন‌্য ঘোষণা ক‌রে। পরবর্তী‌তে নির্বাচন কমিশন(ইসি)ভে‌াট গ্রহ‌ণের জন‌্য  তা‌রিখ ঘোষণা ক‌রে।

 

একুশে সনবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!