জাতীয় সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রকৃতির মত সাংবাদিকদের সত্য বলতে হবে আবার না বললে মিথ্যর সাথে পড়াভূত হতে হবে। মূল কথা হলো অসত্য সংবাদ প্রকাশ করে কেউ যেন খেলতে না পারে। যদিও আমাদের দেশের বাস্তবতায় সত্যবলা অনেক কঠিন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে এবসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রাতের আধারে ডেকে থাকা সত্যকে প্রকাশিত করাই সাংবাদিকদের কাজ। কিন্তু অনেক সময় ফরমায়েশি সাংবাদিকতার কারনে সত্যকে কাটছাট করে সংবাদ প্রকাশ করতে হচ্ছে। সেখানে সাংবাদিকদের কিছুই করার থাকেনা। ফলে আসল ডেকে যায়। এটাই সাংবাদিকতার বাস্তবতা। তবে আমি আশাকরি তার বিপরীতে বিডি সমাচার পত্রিকা সত্য প্রকাশ করবে।
বাংদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, সত্য ও নিষ্ঠার সাথে কাজ করবে সাংবাদিকরা। মিথ্য সংবাদ প্রকাশ থেকে বিরতে থেকে অতীতের মত আগামী দিনেও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভুমিকা রাখবেন সাংবাদিকরা। বিশ্বাস করি বিডিসমাচার পত্রিকাও সত্যের পক্ষে সংবাদ প্রকাশকরে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বর্তমান গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। যে অশুভ শক্তি গণতন্ত্র ও উন্নয়ন ধারাকে ব্যহত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে।
শেখ হাসিানার নেতৃত্বে বাংলাদেশের সকল অর্জনকে এগিয়ে নিতে হবে আমাদের সকলকে। এই হোক আমাদের অঙ্গিকার।
আরও বলেন, বিডি সমাচার সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালনে এগিয়ে যাবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বালাদেশ প্রেস ইন্সটিটিউট`র মহাপরিচালক একুশে পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ, পাওয়ার সেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রমুখ।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :