আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে। এমনিতেই তাদের প্রতি দেশের জনগণের সমর্থন নেই। এমন অবস্থায় নির্বাচনে না এসে দেশ ও মানুষের জীবন নিয়ে খেললে মানুষ বিএনপিকে ছাড়বে না।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর কেরাণীগঞ্জের কালিন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর অধিকার শুধুমাত্র দেশের জনগণের হাতে রয়েছে। কোনো বিদেশী শক্তি নয়, জনগণের ভোটই পারে ক্ষমতায় বসাতে।
তিনি আরো বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের জনগণ এ কথা বিশ্বাস করে। এ কারণে মানুষ শেখ হাসিনাকেই বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে। আগামীতেও তাকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, বাংলাদেশের উন্নয়ন শুধু শেখ হাসিনাই করেছেন। আগামীতেও তিনিই উন্নয়ন করবেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নতির শিখরে। আগামীতে তিনিই উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়বেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি শফিউল আজম খান বাড়কু, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তান হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :