রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫8 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, ক্লাবে গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন তারা।
সোমবার (২০ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাত ১টার দিকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতারা বনানী ক্লাবে গোপন বৈঠক করছেন—এমন সংবাদ পেয়ে বনানী ক্লাবে অভিযান চালিয়ে ৫৪ জন নেতাকর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।
জানা গেছে, আটক সবাই মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগরের উপজেলা বিএনপির নেতাকর্মী। এর মধ্যে শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমিন আলী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধিরন রয়েছে। রাজধানীর বনানী ক্লাবে গত রাতে নৈশভোজে আসেন তারা। পরে বনানী থানা পুলিশ ও ডিবি তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

