রাজধানীর প্রতিটি থানায় পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে ‘শান্তি সমাবেশ’ শুরু করেছে আওয়ামী লীগ।
প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে একইদিন দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানায় পদযাত্রা শুরু করেছে বিএনপি। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণে ২৪ থানায় একই কর্মসূচি পালন করবে দলটি। এসব কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন।
এদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মহানগর উত্তরের চারটি স্থানে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। এসব সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
ইতিমধ্যে ঢাকা-৪ শ্যামপুর-কদমতলি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এড সানজিদা খানম শ্যামপুর রেল গেইট বিকেল ৩ টায় সমাবেশে অংশ নিয়েছেন। এ সমাবেশে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। এতে অংশ নেন আওয়ামী লীগ নেতা হাজী নুর হোসেন, ৫৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান সাইজুল, কদম তলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম তাজু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার মামুন, আজীজ আহমেদ সহ কদমতলী থানা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
একইদিন যাত্রাবাড়ি চৌরাস্তায় বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। একই সময়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে শান্তি সমাবেশ চলছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান।
একুশে সংবাদ/সফি/এসএপি
আপনার মতামত লিখুন :