শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নেতাদের নিয়ে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, রাজশাহীর এ জনসভায় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনা দেশবাসীকে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এজন্য শুধু নেতাকর্মীই নয়, সারাদেশের মানুষ অপেক্ষা করছেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মতো অসাংবিধানিক দাবি করছে। তা এখন জনগণ আমলে নিচ্ছে না এবং পাত্তাও দিচ্ছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে।
জনসভাস্থল পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দফতরর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির কেন্দ্রীয় শীর্ষ ও স্থানীয় নেতা সেখানে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.বা/এসএপি
আপনার মতামত লিখুন :