ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান কেন, প্রশ্ন ফখরুলের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,দিনাজপুর
০৮:৪৫ পিএম, ২০ জানুয়ারি, ২০২৩
সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান কেন, প্রশ্ন ফখরুলের

ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা কথায় কথায় উন্নয়নের কথা বলেন। এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?

 

শুক্রবার (২০ জানুয়ারি) দিনাজপুরের চিরিরবন্দরে এক সভায় এ প্রশ্ন করেন।

 

মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত বলেই তারা ভয় পায়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।

 

তিনি বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। আমাদের ১০ দফা দাবির প্রথম দফাই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে।

 

বিএনপির এই নেতা বলেন, নিরাপদে সরে না গেলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।

 

অনুষ্ঠানে বিএনপি নেতা আখতারুজ্জামান মিয়া, মোফাজ্জল হোসেন দুলাল, মোকারম হোসেন, হাসনা হেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, মজিবর রহমান শাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/আট.প্র/জাহাঙ্গীর